ক্রিকেটভক্তদের পদচারণায় রং ফিরেছে মিরপুরে

প্রকাশিতঃ 6:36 pm | July 20, 2025

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

বেশ কিছুদিন ধরে হারের বৃত্তে আটকে পড়েছে বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের পরাস্ত করলেও টেস্ট-ওয়ানডেতে বাজেভাবে হেরেছে টাইগাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিটন-শান্তদের নিয়ে সমালোচনার শেষ নেই। তাই আশঙ্কা করা হচ্ছিলো পাকিস্তান সিরিজে দর্শকরা আদেও মাঠে এসে খেলা দেখবে কিনা।

যার মূল কারণে ছিল ফুটবলের উন্নয়ন। কয়েক মাসের ব্যবধানে ক্রিকেটের থেকে ফুটবলে চোখ রেখেছিল দর্শকরা। তবে এবার ক্রিকেটেও রং ফিরেছে। যার প্রমাণ বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি।

রোববার (২০) জুলাই টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এদিন খেলার শুরু হওয়ার সময় প্রায় প্রতিটি গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই লড়াই দেখতে হলে সর্বনিম্ন ৩০০ টাকা খরচ করতে হচ্ছে দর্শকদের। এই টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখতে সবচেয়ে বেশি ম্যাচ প্রতি ৩ হাজার ৫০০ টাকা গুনতে হচ্ছে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য

ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৪০০ টাকা

নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা

ক্লাব হাউস (সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার) : ৮০০ টাকা

ক্লাব হাউস (নর্থ – শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৮০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ – মিডিয়া ব্লক) : ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ – কর্পোরেট ব্লক) : ১৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার) : ২৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ – কর্পোরেট ব্লক) : ৩৫০০ টাকা।

কালের আলো/এসএকে