সকল জনগোষ্ঠীর মর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে: নাহিদ
প্রকাশিতঃ 6:18 pm | July 20, 2025

রাঙ্গামটি প্রতিবেদক, কালের আলো:
৭২-এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, ‘সকল জনগোষ্ঠীর মর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে।’
বিদ্যমান সংবিধানে পাহাড়ে জাতীয়তাবাদের নামে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ এই জুলাই বিপ্লবীর।
রোববার (২০ জুলাই) দুপুরে রাঙ্গামাটির বনরুপা সিএনজি স্টেশন চত্বরে জেলা এনসিপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ’৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশে রাষ্ট্রপরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে। আমরা সকল বিভেদ ঊর্ধ্বে রেখে সকল জনগোষ্ঠীর মর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চাই।’
নাহিদ বলেন, ‘আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য সকলে মিলে নতুন একটি চুক্তিতে উপনীত হই, যাতে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত হবে।’
তিনি আরও বলেন, ‘এনসিপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যে রাষ্ট্রব্যবস্থায় বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। সেখানে কোনো নাগরিকের অধিকার ও মর্যাদার কোনো বৈষম্য থাকবে না। সে জন্য একটি নতুন সংবিধান তৈরি করতে হবে।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চল)।
এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলীয় নেতা এস এম সুজা উদ্দিন, রুবাইয়া শ্রেষ্ট্রা তংচংগ্যা প্রমুখ। পথ সভায় স্বাগত বক্তব্য দেন এনসিপির রাঙ্গামাটি জেলার প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা।
কালের আলো/এমডিএইচ