ফোন করে জামায়াত আমিরের শারীরিক খোঁজখবর নিলেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 6:04 pm | July 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ফোন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক খোঁজখবর নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২০ জুলাই) বিকেলে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজের অ্যাডমিন পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে- আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন। সেনাপ্রধান জেনারেল জনাব ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এর আগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনার পর থেকে তার খোঁজখবর নিয়েছেন রাজনৈতিক অঙ্গণের অনেকেই।
এর মধ্যে গতকাল রাতেই জামায়াত আমিরকে দেখতে ধানমন্ডির শংকরের ইবনে সিনা হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানও।
এছাড়া অসুস্থ জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের বিভিন্ন স্তরের নাগরিকরা।
রোববার নিজের শারীরিক অবস্থা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব কথা জানান ডা. শফিকুর রহমান। যারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন, অন্য একটি পোস্টে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
জামায়াত আমির লিখেছেন, ‘গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে শনিবার (১৯ জুলাই) রাতে দেওয়া অন্য একটি পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ। এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি। আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
তিনি লেখেন, ‘এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন। অসুস্থ হওয়ার পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ দেশ-বিদেশের অনেকেই খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন।’
কালের আলো/এমডিএইচ