পার্বত্য অঞ্চলে পরিপূর্ণ শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা 

প্রকাশিতঃ 5:03 pm | July 20, 2025

বান্দরবান প্রতিবেদক, কালের আলো:

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পার হয়েছে। কাজেই কেউই আশা করবেন না যে, এত বড় একটি চুক্তি হুট করে বাস্তবায়ন হয়ে যাবে। আমরা যেমন সে প্রত্যাশা করি না, আপনারাও করবেন না। তবে সরকার এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস।’

রোববার (২০ জুলাই) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদ অডিটরিয়ামে জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বান্দরবানের পরিবেশ সহনীয়। তবে সার্বিকভাবে এখানে সম্পদের ঘাটতি রয়েছে। তাই মানুষকেই হতে হবে এই অঞ্চলের মূল সম্পদ।

এ সময় তিনি জিপিএ ৫-এর পেছনে ছুটে শিক্ষার প্রকৃত মান যে অবনমিত হয়েছে, সে বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, গত ২০ বছরে অতিরিক্ত জিপিএ ৫-এর চাপে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সরকার পার্বত্য অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে নতুন করে উদ্যোগ নিয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘শিক্ষার বিকল্প নেই, আর তাই এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমরা ইতোমধ্যে প্রচেষ্টা শুরু করেছি।’

এ দিকে আনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য সব দরজা খুলে দিয়েছে। পাহাড়ি জনগণ কৃষি বিভাগের উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে, যা পরিবর্তন করতে হবে। আমরা আর পিছিয়ে থাকতে চাই না।

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা এবং স্থানীয় জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে পার্বত্য উপদেষ্টা আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তাহলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব্য হবে। পার্বত্য চট্টগ্রামের জনগণের শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার আন্তরিকভাবে বিশ্বাস করে যদি সকলের পক্ষ সম্মিলিতভাবে শান্তিপ্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করে তাহলে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও উন্নয়ন সম্ভব।

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত রাষ্টদূত সুপ্রদীপ চাকমা।

অন্যান্যদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা পরিষদের সদস্যরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নের জন্য শতাধিক কৃষক ও নারী উপকারভোগীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী/প্রসূতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান বিতরণ করেন প্রধান অতিথি।

কালের আলো/এসএকে