২৮ বছর পর নিকোলের জাদুকরি ফেরা

প্রকাশিতঃ 4:06 pm | July 20, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

পুরোনো কাঠের বাড়ি, সমুদ্রের ধারে ঝুলে থাকা গাছ, আর রহস্যময় দুই বোন—স্যালি ও জিলিয়ান ওয়েনস। যাদের সঙ্গে সঙ্গে আছে শতাব্দী পুরোনো এক অভিশাপ। এই দুই নারী যাকে ভালোবাসবে, তার মৃত্যু অবধারিত। এমনই গল্প নিয়ে নির্মিত ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৮ সালে।

সিনেমাটি যখন মুক্তি পায়, তখন কে জানত যে এই জাদুকরি গল্পটা দর্শকদের হৃদয়ে এতটা জায়গা করে নেবে? আর এখন, ঠিক ২৮ বছর পর, নিকোল কিডম্যান আবারও সেই জিলিয়ান ওয়েনস চরিত্রে ফিরে আসছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নিকোল।

ভিডিওতে দেখা যায়, নিকোল আর তার পুরোনো বন্ধু সান্ড্রা বুলক শুটিং সেটে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। পাশে জ্বলজ্বল করছে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ সিনেমার লোগো। নিকোল ক্যাপশন লিখেছেন, ‘জাদুকরিরা ফিরে এসেছে’।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। নিকোল বলেছেন, ‘পুরোনো জাদু আর নতুন কিছু আশ্চর্য নিয়ে ফিরছি। ওয়েনস বোনদের গল্প এবার আরও বড়, আরও গভীর।’

সিনেমার প্রথম দিনের চিত্রায়ণ নিয়ে নিকোল বললেন, ‘স্যালির সঙ্গে রান্নাঘরের সেই বিখ্যাত দৃশ্যটি আবার সাজানো হয়েছে। ওই জায়গায় দাঁড়াতেই মনে পড়ে গেল কীভাবে আমরা ৯০-এর দশকে একসাথে কাজ করতাম।’

জানা গেছে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ সিনেমাটি নির্মাণ করছেন সুজানে বিয়ার। তিনি সেটে এনেছেন ভিন্ন স্টাইল, কিন্তু ওয়েনস বোনদের সেই রসায়ন একদম আগের মতোই।

নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে নিকোল বলেন, ‘জিলিয়ান চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম প্রিয়। সে শক্তিশালী, রহস্যময়, কিন্তু খুবই মানবিক। ২৮ বছর পরে আবার তার ভূমিকায় ফিরতে পেরে আমি রোমাঞ্চিত।’

তিনি বিশেষভাবে উল্লেখ করেন কীভাবে এই সিনেমাটি নারীশক্তির প্রতীক হয়ে উঠেছিল এবং এখনও আছে। সিনেমাটি আগামী বছরের ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে।

কালের আলো/এসএকে