পিআর পদ্ধতিতে সংসদে সব দলের সুষম অংশগ্রহণ নিশ্চিত হবে: ফয়জুল করীম

প্রকাশিতঃ 10:13 am | July 20, 2025

কুড়িগ্রাম প্রতিবেদক, কালের আলো:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা চাই দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এতে করে সংসদে সব দলের সুষম অংশগ্রহণ নিশ্চিত হবে, একক দলের আধিপত্য থাকবে না। এর ফলে নতুন করে কোনো স্বৈরাচার জন্মের সুযোগ সৃষ্টি হবে না। জনগণকে নিজেদের দাবি আদায়ের জন্য বারবার রাজপথে নামতে হবে না।

শনিবার (১৯ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলনের রাজিবপুর উপজেলা শাখা আয়োজিত উপজেলা শিশু পার্ক মাঠে গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ সমাবেশ হয়।

ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ যেভাবে পেশি শক্তি ব্যবহার করতো, ঠিক একইভাবে বিএনপি বেশি শক্তি ব্যবহার করছে। মানুষ বিএনপিকে ভোট দেবে না। তাই ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, আগে সংস্কার পরে নির্বাচন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও রাহাজানির মতো অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৪ সালের জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল তা বৈষম্য দূর করার উদ্দেশ্যে, কিন্তু বাস্তবচিত্র হলো সেই বৈষম্য এখন আরও বৃদ্ধি পেয়েছে। যে দাবির জন্য মানুষ জীবন দিয়েছে, সেই দাবি আজও অধরা।

সমাবেশ শেষে তিনি কুড়িগ্রাম-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলটির রৌমারী উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমানের নাম ঘোষণা করেন।

গণসমাবেশে ইসলামী আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ নুর বখত মিয়া, রাজিবপুর উপজেলার সভাপতি মোহাম্মদ ইমাম হোসাইন, রৌমারী উপজেলার সাবেক সভাপতি আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এএএন