শাকিব আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল: বুবলী 

প্রকাশিতঃ 6:20 pm | July 19, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

জীবন থেকে অপু-বুবলী- দুজনকেই ঝেড়ে ফেলেছেন শাকিব খান। পারতপক্ষে এসব নিয়ে বাক্যব্যয় করেন না। তবে দুই প্রাক্তন একেবারেই উল্টো। সুযোগ পেলেই শাকিব বিষয়ে খৈ ফোটে তাদের মুখে। এই যেমন বুবলী এক সাক্ষাৎকারে বললেন, শাকিব সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাকে।

বুবলীর ভাষ্য, “২০১৭ সালের আগে কেউই জানতেন না যে শাকিবের জীবনে অন্য কেউ আছে। শুধু তাই নয়, সেটের কারও পক্ষে জানা সম্ভব ছিল না। আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। প্রথম দেখায় যে প্রেম হয়ে গিয়েছিল তা বলা যায় না। প্রেম নয়, সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব। তবে অপুর সঙ্গে গোপন সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর আমাদের সম্পর্ক তৈরি হয়।”

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে শাকিবের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনেন বুবলী। পরে ৩০ সেপ্টেম্বর গণমাধ্যমে তাদের সন্তানের ছবি প্রকাশ হয়। বুবলী ছবি প্রকাশ করে জানান তার সন্তানের পিতা শাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে শাকিবও স্বীকার করে নেন সে কথা।

কালের আলো/এমডিএইচ