মাগুরায় সেই শিশুর চিকিৎসাসহ পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
প্রকাশিতঃ 6:16 pm | July 19, 2025

মাগুরা প্রতিবেদক, কালের আলো:
মাগুরার মহম্মদপুরে ধর্ষণ চেষ্টার শিকার ৮ বছরের সেই শিশুর চিকিৎসাসহ তার পরিবারের সব দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে স্থানীয়ভাবে শিশুটির যাবতীয় দেখাশুনা করছেন ঢাকা দক্ষিণ বিএপির সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৈয়দ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা সদরের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে আটক বৃদ্ধকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিশুটির দাদা জানান, গত সোমবার বিকেলে তার নাতনি প্রতিবেশি সৈয়দ আলীর বাড়িতে ঘুরতে যায়। এ সময় সৈয়দ আলী শিশুটিকে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। রাতে অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার পরিবারকে ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম সহযোগিতায় শিশুটিকে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান জানান, ধর্ষণ চেষ্টার কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে মাগুরা হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. নাকিবা সুলতানা বলেন, ধর্ষণ চেষ্টার শিকার ৮ বছরের শিশুটি বর্তমানে ভালো আছে।
ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, মেয়েটির দাদা আমাকে এসে বিষয়টি জানালে আমি তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেই। এ ঘটনা ঘিরে মহম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।
এদিকে ঢাকা দক্ষিণ বিএনপির সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুটির চিকিৎসাসহ তার পরিবারে যাবতীয় দায়িত্ব গ্রহন করেছেন। তিনি সব সময় শিশুটির শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত সৈয়দ আলীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কালের আলো/এসএকে