টালবাহানা না করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিন: রুমিন ফারহানা
প্রকাশিতঃ 5:46 pm | July 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অনেক টালবাহানা আপনারা করছেন। আর টালবাহানা করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে। এই নির্বাচনে সবার ভালোবাসার ভোটে বিএনপি নির্বাচিত হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলা পরিষদের সামনে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ, মৌনমিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
রুমিন ফারহানা বলেন, বিএনপিকে যদি আপনার মনে করেন আটকে রাখতে পারবেন, তাহলে সারা জীবনের সবচেয়ে বেশি ভুল করতেছেন। শেখ হাসিনা পারে নাই। শতশত গুম, হাজাার-হাজার হত্যা, লাখ লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারে নাই। সুতরাং ভালোই ভালোই বলবো, মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে, মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে। মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএকে