রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৩৫৬ মামলা
প্রকাশিতঃ 5:26 pm | July 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৩৫৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার (১৯ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার (১৮ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এছাড়া ১৬৫টি গাড়ি ডাম্পিং করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
কালের আলো/এমডিএইচ