‘পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে’
প্রকাশিতঃ 4:38 pm | July 19, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ জাতীয় হিন্দু জোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে, যদি বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি ছাড়া নির্বাচন হয়।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সামাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ফ্যাসিবাদ থেকে দেশ মুক্ত হয়েছে, তবে আবারও যদি পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হয়, তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে। তখন আবারও রক্ত দিতে হবে ফ্যাসিবাদ সরানোর জন্য।
ড. প্রামাণিক বলেন, আমরা বহুদিন ধরে দেখে আসছি, ১৯৫৪ সালে আওয়ামী লীগ গঠনের সময় থেকেই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করেছে, ধ্বংস করেছে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে। শুধু আওয়ামী লীগই নয়, আরেকটি বৃহৎ রাজনৈতিক দলও বহু বছর ক্ষমতায় থেকে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করেছে, ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি বিএনপির শাসনামলের উদাহরণ তুলে ধরে বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চরফ্যাশনের একটি উপজেলাতেই ২০০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। কিন্তু কোনো বিচার তারা করেননি। দু’দিন আগেও আমরা দেখেছি, পার্বত্য চট্টগ্রামে একজন আদিবাসী কিশোরী চারজন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে।
বর্তমান সমাজব্যবস্থায় চলমান অপরাধের চিত্র তুলে ধরে তিনি বলেন, আজ সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি। একটার পর একটা অপকর্ম চলছে। সাধারণ মানুষ নিরাপদ নয়।
তিনি আরও বলেন, আপনারা যারা জামায়াতের ডাকে এসেছেন, তাদের বলছি, জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি। এখানে এসে আপনারা শিক্ষা লাভ করেন, নৈতিকতা, আদর্শ এবং কীভাবে ধর্ম অনুযায়ী নিজের জীবন ও দেশ পরিচালনা করতে হয়, সেই শিক্ষা। রাজনীতি না করলেও, এই সমাবেশে এসে আপনার জীবন ধন্য হয়েছে।
ড. প্রামাণিক বলেন, আগামীতে আর পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। সংখ্যালঘুদের জন্য আলাদা নির্বাচনের দাবি আজ সময়ের দাবি। এক দফা-পৃথক নির্বাচন দিতে হবে আমাদের সংখ্যালঘুদের জন্য। আর যদি জামায়াতে ইসলাম মনে করে, বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, তাহলে তারা সেটাও করতে পারবে।
কালের আলো/এএএন