মিছিল মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা
প্রকাশিতঃ 10:05 am | July 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ ঘিরে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। উদ্যানের বাইরে আশপাশের ব্যস্ততম পয়েন্টগুলোতে সকাল থেকেই দলটির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা জামায়াতের সমাবেশ শুরু হবে। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। জাতীয় নির্বাচন সামনে রেখে সমাবেশ থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ বার্তাও।
মূলত, শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। শনিবার সকালে সরেজমিনে শাহবাগ, মৎস্য ভবন ও বাংলামোটর মোড় ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব কর্মী-সমর্থকেরা আসছেন তারা সমাবেশস্থল অভিমুখে যাচ্ছেন।
তাদের অনেকে স্লোগানও দিচ্ছেন। কারও হাতে পতাকা আবার কেউবা পতাকা বেঁধেছেন মাথায়। সকাল থেকে জামায়াত নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা গেছে মেট্রোরেলেও।
বাংলামোটর হয়ে সমাবেশস্থলে যাচ্ছেন মানিকগঞ্জ জেলা জামায়াতের কর্মী আশরাফুল হক। তিনি জাগো নিউজকে বলেন, ‘১৭ বছর আমাদের এত বড় সমাবেশ। এ ঐতিহাসিক মুহূর্তে থাকতে পারা আমার জন্য সৌভাগ্যের। আমাদের সাবেক নেতাদের মিস করছি।’
শুক্রবার সন্ধ্যা থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে জামায়াত নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয়। শনিবার ভোর নাগাদ নেতাকর্মীদের পদচারণায় সমাবেশস্থল অনেকটাই পূর্ণ হয়ে উঠে। দুপুর ২টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকে সমাবেশ মঞ্চে থাকবে ইসলামী সংগীতশিল্পীদের পরিবেশনা।
কালের আলো/এএএন