ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম রূপালী ব্যাংক

প্রকাশিতঃ 9:21 pm | July 03, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংক যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ক্রেস্ট দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রূপালী ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম অর্থ উপদেষ্টার কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়াও চীফ ইনোভেশন অফিসার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তরের প্রধানরাসহ ইনোভেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমডিএইচ