চাঁনখারপুলে ৬ হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
প্রকাশিতঃ 2:16 pm | July 03, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ১৪ জুলাই।
রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের বিচারিক প্যানেলে এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
কালের আলো/এএএন