প্রধান বিচারপতির নির্দেশনায় চৌকি আদালতে কম্পিউটার সরবরাহ

প্রকাশিতঃ 10:25 am | July 03, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে অবস্থিত চৌকি আদালতগুলোতে বিচার সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে ও চৌকি আদালতের সক্ষমতা বৃদ্ধিতে সুপ্রিম কোর্ট হতে প্রয়োজনীয় ডেস্কটপ কম্পিউটার সরবরাহের জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এ নির্দেশনা অনুসারে বুধবার (২ জুলাই) দেশের ৪০টি চৌকি আদালতের এজলাস ও দপ্তরে ব্যবহারের জন্য মোট ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট জানায়, প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপে বিচার সেবার আধুনিকায়নসহ দ্রুততম সময়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা প্রাপ্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে অবস্থিত চৌকি আদালতগুলোতে আগত বিচারপ্রার্থীদের কাঙ্ক্ষিত বিচার সেবা প্রাপ্তি নিশ্চিতকরণসহ চৌকি আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আদালতের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট হতে প্রয়োজনীয় ডেস্কটপ কম্পিউটার সরবরাহের জন্য নির্দেশনা দেন।

এ নির্দেশনার আলোকে ২ জুলাই দেশের ৪০টি চৌকি আদালতের এজলাস ও দপ্তরে ব্যবহারের জন্য মোট ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে।

২৩টি জেলায় বর্তমানে মোট ৪০টি চৌকি আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপেক্ষাকৃত দুর্গম অঞ্চলে অবস্থিত উক্ত চৌকি আদালতে দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ওইসব আদালতে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তারা কর্মরত রয়েছেন।

সুপ্রিম কোর্ট মনে করে এসব কম্পিউটার চৌকি আদালতসমূহের কার্যক্রমে গতিশীলতার সঞ্চার করবে।

গত বছরের ১১ আগস্ট দায়িত্ব নেওয়ার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের আদালতের বিচার কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সুপ্রিম কোর্টের পক্ষ হতে জেলা আদালতে মোট ৪০০টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে। এছাড়া, উক্ত সময়ে দেশের ১২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ল্যাপটপ দেওয়া হয়েছে।

কালের আলো/এমডিএইচ