বিএমইউর ৯৭৬ কোটি টাকার বাজেট অনুমোদন, গবেষণায় বরাদ্দ ৩৮ কোটি
প্রকাশিতঃ 5:10 pm | June 28, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য ৯৭৬ কোটি ১১ লাখ ৫ হাজার টাকার বিশাল বাজেট অনুমোদন পেয়েছে। আগের অর্থবছরে এই বাজেট ছিল ৮৯৮ কোটি ৩৫ হাজার টাকা। ফলে এবারের বাজেট বেড়েছে ১৭৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। তবে প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ১২৭ কোটি ৮৭ লাখ টাকা।
শনিবার (২৮ জুন) শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদিত হয়। সভায় বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।
বাজেটে গবেষণা ও প্রশিক্ষণ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ কোটি ২০ লাখ টাকা-এর মধ্যে গবেষণায় ৩৭ কোটি ১০ লাখ এবং প্রশিক্ষণে ১ কোটি ১০ লাখ। চিকিৎসা ও শৈল্য (এমএসআর) খাতে বরাদ্দ ৮৭ কোটি টাকা। মেধাবৃত্তি ও ছাত্র সহায়তা খাতে রাখা হয়েছে ২১৭ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া পূর্ত সংরক্ষণে ৯ কোটি, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ২৩ কোটি এবং যন্ত্রাংশ ও পণ্যসেবায় বরাদ্দ রয়েছে যথাক্রমে ৪০ কোটি ও ২৫ কোটি টাকা।
জানা গেছে, বাজেটে বেতন খাতে ২৩৩ কোটি ২৬ লাখ ৩১ হাজার টাকা, ভাতা ১৯০ কোটি ২৭ লাখ টাকা, পেনশন ৪৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও বাজেট বাস্তবায়নে সম্ভাব্য আয় হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ৫৬৮ কোটি ৩৭ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১৪৪ কোটি ৮৬ লাখ টাকা, নিজস্ব আয় ১৩৫ কোটি টাকা ধরা হয়েছে।
সিন্ডিকেট সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম জানান, চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে গবেষণা ও শিক্ষা উন্নয়নের নতুন পথ উন্মুক্ত হয়েছে। এ পর্যন্ত ৮১ জন শিক্ষক ও ৫৪৯ জন শিক্ষার্থীকে গবেষণার জন্য গ্র্যান্ট দেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়ন ও ক্রয় সংক্রান্ত দক্ষতা বাড়াতে ৪৩৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি বলেন, রোগীদের বিনামূল্যে ওষুধ দিতে বাজেটে বরাদ্দ বাড়িয়ে ১২ কোটি টাকা করা হয়েছে। তথ্যপ্রযুক্তি, ইনফেকশন কন্ট্রোল এবং পাঠ্যপুস্তক ও সাময়িকী ক্রয়েও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ইউজিসি সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, বিএমডিসি সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, বিএসিপিএস সভাপতি অধ্যাপক সহিদুল্লা, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
কালের আলো/এসএকে