ঐক্যের পথ রচনায় সহায়ক হবে, লন্ডন বৈঠক প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা

প্রকাশিতঃ 3:49 pm | June 13, 2025

কালের আলো ডেস্ক:

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বহুল আলোচিত বৈঠক চলছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের হোটেল ডোরচেস্টারে এই বৈঠক শুরু হয়।

বৈঠক শুরুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে তিনি লেখেন— ‘সম্ভবত সময়ের অন্যতম বহুল প্রত্যাশিত বৈঠক! আশা করি, এটি ঐক্যের পথ রচনায় সহায়ক হবে— যেটি আমরা ২০২৪ সালের জুলাইয়ে প্রত্যক্ষ করেছি।’

উল্লেখ্য, এই বৈঠক ঘিরে কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও জল্পনা-কল্পনা চলছিল। বিভিন্ন মহলের মতে, দেশের ভবিষ্যৎ রাজনীতি এবং চলমান সংকট নিরসনের ক্ষেত্রে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

কালের আলো/এমডিএইচ