জমি রেজিস্ট্রেশনে কর কমলো

প্রকাশিতঃ 3:55 pm | June 02, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জমি রেজিস্ট্রেশনে কর কমানোর প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুর ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে এই প্রস্তাব রয়েছে।

বাজেট বক্তৃতায় বলা হয়েছে,‘জমি বিক্রেতার হাতে অপ্রদর্শিত অর্থ সৃষ্টি পরিহারের জন্য প্রকৃত বিক্রয়মূল্যে সম্পত্তি রেজিস্ট্রেশনের লক্ষ্যে জমি হস্তান্তর হতে কর সংগ্রহের বিদ্যমান মূলধনি মুনাফা কর হার কমিয়ে এলাকাভেদে বিদ্যমান হার ৮ শতাংশ, ৬ শতাংশ ও ৪ শতাংশ এর স্থলে যথাক্রমে ৬, ৪ ও ৩ শতাংশে হ্রাস করা হয়েছে।’

এদিকে, স্বাধীনতার পর অতীতের সব সরকারের ধারাবাহিকতা ভেঙে এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। ২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

কালের আলো/এএএন