স্ক্রিনশট থেকে লোকেশন খুঁজে দেবে গুগল ম্যাপ
প্রকাশিতঃ 2:03 pm | May 09, 2025

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো:
যত সময় যাচ্ছে আরও স্মার্ট হয়ে উঠছে গুগল ম্যাপ। গুগল নিয়ে এসেছে এক নতুন ফিচার। এটি আপনার স্ক্রিনশট স্ক্যান করেই সেটাকে সেভ করে রাখবে লোকেশন হিসেবে। কীভাবে সম্ভব?
ধরুন, আপনি একটি ক্যাফে খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে। সেটির স্ক্রিনশট নিয়ে রাখলেন। পরে ভাবলেন গুগল ম্যাপে সার্চ করবেন। কিন্তু তার আর প্রয়োজন পড়বে না। বাকি কাজটা করবে গুগল ম্যাপ।
জেমিনি এআই ব্যবহার করে সেই অ্যাপ ওই স্ক্রিনশট থেকে জায়গাটি সংক্রান্ত তথ্য খুঁজে বের করবে। আপনাকে অপশন দেবে স্পটগুলো সেভ করার।
যেভাবে কাজ করবে এই নতুন ফিচার
প্রথমেই নিশ্চিত হোন আপনার আইফোনে থাকা গুগল ম্যাপটি আপডেটেড কি না। এরপর ‘ইউ’ ট্যাবে গেলেই দেখবেন ‘স্ক্রিনশট’ নামের একটি নতুন প্রাইভেট লিস্ট। সেখানে স্পর্শ করলে একটি ডেমোর সাহায্যে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কী করে কাজ করবে ফিচারটি। দেখতে পাবেন, কেমন করে পপ আপ করছে রিভিউ স্ক্রিন। কেবল আপনার সম্মতির অপেক্ষা। তাহলেই সেভ হয়ে যাবে জায়গাটি।
গন্তব্যে পৌঁছাতে গুগল ম্যাপের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। যদিও অনেক সময় নানা ধরনের বিপত্তিও ঘটেছে। গুগল ম্যাপকে ভরসা করতে গিয়ে এক তরুণ ৩০ ফুট গভীর নর্দমায় পড়ে মারা যায়। এই ধরনের বিপত্তি এড়াতে তৎপর রয়েছে গুগল।
কালের আলো/এমএএইচএন