ময়মনসিংহের বিভাগীয় কমিশনার অসুস্থ, নেওয়া হবে সিঙ্গাপুরে
প্রকাশিতঃ 12:29 am | March 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
জানা গেছে, তার রক্তে ডব্লিউবিসি, আরবিসি ও প্লাটিলেট খুব দ্রুত কমে যাচ্ছে, বোনমেরু থেকে নতুন রক্ত সেল প্রোডাকশন রেট খুব কম, তাছাড়া ব্লাডসুগারও অত্যাধিক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় কয়েকদিনের মধ্যে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্র জানায়।
তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) সুভাষ চন্দ্র বিশ্বাস।
পারিবারিক সূত্র জানায়, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের এ পর্যন্ত ৩০ টির বেশী পরীক্ষা করা হয়েছে। সর্বশেষ বোনমেরু টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে শরীরের বিভিন্ন উপাদান স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তার বোনমেরুর ট্রান্সপ্ল্যান্ট করতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
কালের আলো/ওএইচ