জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

প্রকাশিতঃ 3:57 pm | March 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সেনাবাহিনীকে আধুনিকায়ন ও সম্প্রসারণে কাজ শুরু হয়েছে। মাতৃভূমির অখণ্ডতা রক্ষা ও যে কোনো জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

বুধবার (৬ মার্চ) নবগঠিত সিলেট সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও অবদান রাখছে।

এসময় সেনাপ্রধান সকলকে ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃংখল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার নির্দেশ দেন।

১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে ১৬১ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি, ৪২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১২৬ ব্রিগেড সিগন্যাল কোম্পানি এবং স্ট্যাটিক সিগন্যাল কোম্পানি ইউনিট গুলোর পতাকা উত্তোলন করা হয়।

এর আগে সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান তাঁকে অভ্যর্থনা জানান।

১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠান।

এরপর প্যারেড কমান্ডার মেজর মোহাম্মদ আখনুক বিল্লাহ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সেনাপ্রধানকে সালাম প্রদান করে।

এসময় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ সিলেট সেনানিবাসের সকল পদবীর সদস্য উপস্থিত ছিলেন।

১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ফটোসেশনে অংশগ্রহন করেন।

কালের আলো/এমএইচএ