ময়মনসিংহে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা, জড়িতদের গ্রেফতার দাবি

প্রকাশিতঃ 12:22 am | March 06, 2019

ময়মনসিংহে স্বামীর বাড়িতে জান্নাতুল ফেরদৌস (১৯) নামে এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনাদানকারী আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বরে এ মানববন্ধন করে জান্নাতের পরিবার ও এলাকাবাসী।

মানবন্ধনে বক্তব্য রাখেন- সুজন ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক ইয়াজদানী কোরায়শী, মহানগরের সভাপতি অ্যাড. শিব্বির আহমেদ লিটন, সম্পাদক আলী ইউসুফ, নদী সুরক্ষা আন্দোলনের আহবায়ক আবুল কালাম আল আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেনসহ স্থানীয়রা ।

তারা জানায়, ময়মনসিংহের সেহরা ধোপাখোলা এলাকার রমজান আলীর মেয়ে জান্নাতকে এক বছর আগে মুক্তাগাছায় উজ্জ্বল নামে এক যুবকের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকেই সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী উজ্জ্বল ও তার পরিবার জান্নাতকে অন্যায়ভাবে অত্যাচার, তুচ্ছ-তাচ্ছিল্য, মারপিট করত। এসব সে সহ্য করতে না পেরে এবং বিভিন্ন প্রকার অপমানজনক কথায় প্ররোচিত হয়ে গত ১৬ ফেব্রুয়ারি রাতে আত্মহত্যা করে।

মানববন্ধনে এ ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

কালের আলো/ওএইচ