পটুয়াখালী-৩ আসন থেকে লড়বেন সাবেক ভিপি নুর
প্রকাশিতঃ 9:31 pm | October 29, 2024

পটুয়াখালী প্রতিনিধি, কালের আলো:
নিজ এলাকা পটুয়াখালী-৩ আসন (গলাচিপা ও দশমিনা) থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
তিনি বলেছেন, ‘অনেকে বিভ্রান্তি ছড়িয়েছে ভিপি নুর ঢাকা থেকে নির্বাচন করবে, সে সারা বাংলাদেশ থেকেই নির্বাচন করতে পারে। কিন্তু মা-মাটিকে তো ভুলে যাওয়া যায় না। এই চরের কাদামাটি, এই নদীর পানি গায়ে মেখে বড় হয়েছি- এত তাড়াতাড়ি ভুলে যাই কী করে। আপনারা যদি সমর্থন করেন তাহলে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকেই আমি নির্বাচন করবো। এক বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, এই সরকারকে রাষ্ট্র ঠিক করতে বেগ পেতে হচ্ছে। হয়তো আগামী দুই এক বছর পর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে পটুয়াখালীর গলাচিপায় হাইস্কুল মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক বলেন, ‘প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। পুরোনো দলে পুরোনো নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব দরকার। গণ-অধিকার পরিষদের গণজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্রব্যবস্থার সংস্কার চাই। একক কোনও দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি করতে না পারে। তাই দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সব দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। কোনও অপরাজনীতি নতুন বাংলাদেশে চলবে না।’
গলাচিপা উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উচ্চতর পরিষদ কেন্দ্রীয় কমিটির শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আনিসুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ইউসূফ গাজী, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আ. রহিম, সাদ্দাম হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএইচ/কেএ