সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে আবেগাপ্লুত শহিদ লেফটেন্যান্ট নির্জনের বাবা-মা
প্রকাশিতঃ 6:06 pm | September 26, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) মাটির শীতল বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। চিরতরে তাকে হারিয়ে স্বজনদের মাঝে এখনও চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। ভাইকে হারিয়ে পাগলপ্রায় আদরের ছোট বোন সূচি। নিজ বাহিনীর কর্মকর্তার দেশের জন্য আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও।
নিহত নির্জনের বাবা সারোয়ার হোসেন, মা নাজমা বেগম ও ছোট বোন সূচিকে তিনি দিয়েছেন সান্তনা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে সব রকমের সহযোগিতা প্রদানের কথা জানান।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতে শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর বাবা-মা সন্তান হারানোর বেদনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেনাবাহিনী প্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সব রকমের সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।
এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমসহ উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসপিআর আরও জানায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ৭ জনকে ইতোমধ্যে গ্রেফতার করে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
কালের আলো/এমএএএমকে