সাকিব-জেমসের সেই পলাশের ছবি ভাইরাল

প্রকাশিতঃ 5:34 pm | February 25, 2019

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

বিমান ‘ছিনতাই’ কাণ্ডে নিহত পলাশ আহমেদের নাম নতুন আলোচনায় যুক্ত হলো। এবার তার নাম জড়ালো জনপ্রিয় তিনজন মানুষের সঙ্গে। এর মধ্যে একজন সাকিব আল হাসান। সেনাবাহিনীর কমান্ডো দলের গুলিতে নিহত হওয়া পলাশকে সাকিবের সঙ্গে একটি ছবিতে দেখা গেছে। যে ছবিতে চিত্রনায়িকা সিমলাও আছেন।

ছবিটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আরো দুটি ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। একটি ছবিতে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে পলাশকে দেখা যায়। আরেকটি ছবিতে ছিলেন ভারতের জনপ্রিয় খলনায়ক আশিষ বিদ্যার্থী। এমন ছবি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

একটি ছবিতে দেখা যায়, গোলাপি রংয়ের টি-শার্ট পরিহিত সাকিবের সঙ্গে দাঁড়িয়ে আছেন পলাশ ও সিমলা। এই ছবি দেখে সমর্থকদের কেউ কেউ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সাকিব কি করছেন এই বিমান ‘ছিনতাই’ চেষ্টাকারীর সঙ্গে? অনেকে আবার সাকিবের সঙ্গে পলাশের ছবি তোলার ব্যাপারটি স্বাভাবিকভাবেও নিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পলাশের একটি অ্যাকাউন্ট রয়েছে ‘মাহিবি জাহান’ নামে এবং তার টাইমলাইনজুড়ে রয়েছে ঢাকাই চলচ্চিত্রের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলার হাজারো ছবি। ওই সব ছবিগুলো নিয়ে ফেসবুক-টুইটারে চলছে চর্চা। সেই চর্চায় নতুন করে যোগ হলো এই তিনটি ছবি।

রোববার, ২৪ ফেব্রুয়ারি বিমান ‘ছিনতাই চেষ্টা’ করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত হন এক তরুণ। প্রথমে তার নাম জানা যায়, মাহাদী। পরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, তার নাম পলাশ আহমেদ। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে।

ঘটনা জানাজানি হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় তুমুল আলোচনা। ২৫ ফেব্রুয়ারি, সোমবার বিমান ‘ছিনতাই’ চেষ্টাকারীর পরিচয় মেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালের দিকে স্থানীয় তাহিরপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন পলাশ।

এরপর সোনারগাঁও ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেননি। পলাশের বাবা আরো জানান, প্রায় ১০ মাস আগে চিত্রনায়িকা সিমলাকে বাড়িতে নিয়ে আসেন পলাশ। বাবা-মায়ের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন। সিমলার সঙ্গে তাদের কথাও হয়। তখন পলাশ জানিয়েছিলেন, সিমলাকে বিয়ে করেছেন তিনি।

কালের আলো/ডিএ/এমএইচএ