চকবাজারে ক্ষতিগ্রস্তদের ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
প্রকাশিতঃ 12:05 pm | February 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের/ক্ষতিগ্রস্তের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ রিটটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
তিনি জানান, রিটে প্রত্যেকের জন্য ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, তদন্তের জন্য বিচারিক কমিশন গঠন, অবৈধ বিল্ডিং ভাঙা এবং কেমিক্যাল গোডাউন সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টার ওয়াহিদ চেয়ারম্যানের চারতলা ভবনে প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি, পেছনের একটি এবং সরু গলির বিপরীত পাশের দুটি ভবনে। আগুন লাগার পরপরই চার তলা ভবনটির সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে।
ওই সময় রাস্তায় থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। আগুনের সময় রাজমনি হোটেলের সামনের রাস্তায় কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। ট্রান্সফর্মার বিস্ফোরণের পর ওই গ্যাস সিলিন্ডারেও আগুন লেগে ভবনে ও রাস্তায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৬৭ জন মারা যান।
কালের আলো/এ/এমএইচএ