সহকর্মী তিন পুলিশ সদস্যের লেখা বই নিয়ে আশাবাদী আইজিপি

প্রকাশিতঃ 8:28 pm | February 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

নিজের সহকর্মী তিন পুলিশ সদস্যের লেখা বই নিয়ে দারুণ আশাবাদী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

তিন পুলিশ সদস্যদের লেখা বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি বলেছেন, ‘যে তিনজন পুলিশ সদস্যের বইয়ের মোড়ক উন্মোচন হলো, এরা প্রত্যেকেই আমার সহকর্মী।’

তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা দায়িত্বের কারণেই বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হন। তাদের জীবনের অভিজ্ঞতা থেকে যে বই লিখেছেন তা আশা করছি পাঠকরা পছন্দ করবেন।’

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা প্রাঙ্গণে এসব বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) প্রথমে উন্মোচন করেন ডিএমপির জয়েন্ট কমিশনার মফিজ উদ্দিন আহমেদের লেখা ‘ফিরে দেখা’ শীর্ষক গল্পের বইয়ের। বইটিতে মোট ৬০টি গল্প রয়েছে। ফিরে দেখা বইটির মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।

মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমি বিভিন্ন সময় বিভিন্ন জেলায় কাজ করেছি। নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। সে থেকেই লেখালেখির ইচ্ছা শুরু আমার।’

এরপর জাবেদ পাটোয়ারী দেশের প্রথম নারী পুলিশ ক্যাডার সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগমের ‘আমার আনন্দ আমার জগত’ নামের বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বইটি নিয়ে বলতে গিয়ে ফাতেমা বেগম বলেন, ‘প্রতিটি মানুষের জীবনেই একটি সন্ধিক্ষণ আসে। আমার লেখা বইটিতে আমার জীবনের বিভিন্ন সময় নিয়ে লেখা হয়েছে। আমার সুখ দুঃখের স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি।’

এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি এ জেড এম ইঞ্জিনিয়ার নাফিউল ইসলামের ‘কানাই খালের মাঠে’ নামের একটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন আইজিপি জাবেদ পাটোয়ারী।

লেখক বইটি সম্পর্কে বলেন, ‘দেশের বাইরে দীর্ঘদিন দায়িত্ব পালনের সময় কবিতা লেখার ইচ্ছা হয়েছে। তখন সময় পেলেই কবিতা লিখতাম। ধীরে ধীরে বেশ কিছু কবিতা জমে গেল। সেসব কবিতা নিয়েই বইটির প্রকাশ।’

এছাড়া পুলিশ প্রধান ক্ষুদে লেখক আফসানা মাহমুদের লেখা কবিতার বইয়ের মোড়কও উন্মোচন করেন।

কালের আলো/এএ/এমএইচএ