চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশিতঃ 9:35 am | February 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন তিনি। রাষ্ট্রপতি এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনাও করেন তিনি।

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ এখন পর্যন্ত অন্তত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া মরদেহের মধ্যে ৪৮ পুরুষ ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

কালের আলো/এমএইচএ