একুশের প্রথম প্রহরে ময়মনসিংহে লোকারণ্য শহীদ মিনার
প্রকাশিতঃ 9:22 am | February 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে ময়মনসিংহে লোকারণ্য হয়ে ওঠেছিল কেন্দ্রীয় শহীদ মিনার। মাতৃভাষার জন্য আত্নদানকারী রফিক, সালাম, বরকত, জব্বার ও শফিউলদের প্রাণের আবেগে শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদী।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
এরপর ভাষা শহীদদের প্রতি আবেগ উদ্দীপ্ত শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঞা, রেঞ্জ পুলিশ সুপার (এসপি) সৈয়দ হারুন অর রশিদ প্রমুখ সঙ্গে ছিলেন।
মাঝপথে এসে শ্রদ্ধা নিবেদন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ। এই সময় স্থানীয় নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
এরপর একে একে শ্রদ্ধা অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) ড.সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান প্রমুখ।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এদিকে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারটিকে নতুন সাজে সাজান ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: ইকরামুল হক টিটু।
মূলস্তম্ভে চুন লাগানোর পাশাপাশি বেদীতে নতুন রং করা হয়। শহীদ মিনার ও আশপাশ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে স্থানীয় প্রশাসন।
কালের আলো/এএ/এমএইচএ