বাড্ডায় গুলিবিদ্ধ পোশাক শ্রমিকের ঢামেকে মৃত্যু
প্রকাশিতঃ 5:40 pm | July 27, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সহিংসতার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন চৌধুরী (১৮) নামে আরও একজন মারা গেছেন। গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডা সুবাস্ত টাওয়ার এলাকায় পোশাক শ্রমিক ইয়ামিন গুলিবিদ্ধ হন।
শনিবার (২৭ জুলাই) ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে এই কিশোর মারা যান।
কিশোরগঞ্জ মিঠামইন এলাকার রতন চৌধুরীর ছেলে ইয়ামিন। বর্তমানে বাড্ডা হাসান উদ্দিন লেন এলাকায় থাকতেন ও পেশায় ছিলেন পোশাক শ্রমিক।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ময়নাতদন্তের জন্য ইয়ামিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কালের আলো/এমএএইচ/ইউএইচ