ইজতেমায় মুসল্লীদের জন্য সেনাবাহিনী’র ৭ টি ভাসমান ব্রিজ

প্রকাশিতঃ 1:42 pm | February 12, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের যাতায়াত সুবিধার জন্যে টঙ্গীর তুরাগ নদীর উপর ৭টি ভাসমান ব্রীজ স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন দৈর্ঘ্যের ব্রীজগুলো সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগ্রেডের তত্বাবধানে নির্মান করা হয়েছে।

মঙ্গলবার(১২ ফেব্রুয়ারি) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)র সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ০৪ ফেব্রুয়ারি থেকে ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে ভাসমান ব্রীজগুলো স্থাপন করে ইঞ্জিনিয়ারিং ব্রিগ্রেড।

যে কোন জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলেয়ে জনকল্যাণমূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও সেনাবাহিনীর পক্ষ থেকে বিশ্ব ইজতেমা এলাকায় ভাসমান ব্রীজ স্থাপন করা হয়েছে বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কালের আলো/এএ/এমএইচএ