গাজায় দুই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ নিহত ১০
প্রকাশিতঃ 10:37 am | June 03, 2024

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পর হতাহতদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি করছে উদ্ধারকারীরা।
সোমবার (৩ জুন) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মধ্য গাজার বুরেইজ ও নুসেইরাত নামে দুটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় বুরেইজ শিবিরে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের সবাই নারী ও শিশু। আর নুসেইরাতে হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুরেইজ শরণার্থী শিবিরটি নুসেইরাত শিবির থেকে প্রায় ২ কিলোমিটার (১.২৪ মাইল) দূরে অবস্থিত।
একই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।
ফিলিস্তিনের স্বাস্থ্য সূত্র ওয়াফাকে জানিয়েছে, হামলায় নিহতদের লাশ দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৪৩৯ জনে পৌঁছেছে। হামলায় আরও ৮২ হাজার ৬২৭ জন আহত হয়েছেন।
কালের আলো/এমএএইচ/ইউএইচ