গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশিতঃ 5:26 pm | May 15, 2024

জেলা প্রতিনিধি, কালের আলো:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে শিপন মিয়া (২৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার মুক্তিনগর বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের ইউপি সদস্য আব্দুল হালিম বলেন, বুধবার বেলতলী মাঠে বোরো ধান কাটতে যান শিপন। দুপুরে হঠাৎ আকাশ মেঘলা হয়। শিপনসহ আরও একজন মাঠেই ধান কাটছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে কাটা ধান গোছানোর সময় বজ্রপাতে শিপন মারা যান। পরে তার মরদেহ স্থানীয়রা নিহতের বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় আমরা এলাকাবাসী অত্যন্ত শোকাহত।
কালের আলো/এমএস/এমডিআর