দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রীদের জিরো টলারেন্সে থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রকাশিতঃ 3:35 pm | January 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়া মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এছাড়া কোনো দফতরে কাজ ফেলে না রাখতে মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন তিনি। তিনি বলেছেন, কোনো কাজে কালক্ষেপণ করার সুযোগ নেই।
সোমবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিপরিষদের প্রথম সভা অুনষ্ঠিত হয়। সেখানে সকল মন্ত্রী উপস্থিত ছিলেন। বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী মন্ত্রীদের সততা, দক্ষতার সঙ্গে কাজ করতে বলেছেন। জনবান্ধব প্রশাসন গড়তে সব ধরনের কাজ করতে বলেছেন। দেশের সকল স্তরে সুশাসন কায়েম করতে হবেও বলে জানিয়েছেন তিনি।
সচিব বলেন, প্রধানমন্ত্রী কোনো দফতরে কাজ ফেলে না রাখতে মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন। যেকোনো কাজে কালক্ষেপণ করার সুযোগ নেই। সব ধরণের কাজ দ্রুত শেষ করতে হবে। বাংলাদেশকে ২০৪১ সালের লক্ষে পৌছাতে বেশি গতিতে কাজ করতে হবে।
মন্ত্রীরা নজরদারির বাইরে নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন। আপনারাও নজরদারির বাইরে নন। যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।
কালের আলো/এনএল/এমএইচএ