মন্ত্রী পদমর্যাদায় পাঁচজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ
প্রকাশিতঃ 10:21 pm | January 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মন্ত্রী পদমর্যাদায় পাঁচজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পাদক বিষয় উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রী পদমর্যাদা, বেতন ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।’
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর গত ৭ নভেম্বর চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
কালের আলো/ওএইচ