প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে তারকা মেলা!

প্রকাশিতঃ 1:45 pm | January 02, 2019

শোবিজ ডেস্ক, কালের আলো:

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ২৫৯ আসন পেয়ে জয়ী হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ। নিরঙ্কুশ এ জয়ের ফলে শোবিজের অনেক জনপ্রিয় তারকা গতকাল (১ জানুয়ারি) গণভবনে ভিড় করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানাতে।

ছিলেন তাহসান খান, পূর্ণিমা, অপু বিশ্বাস, ইমন, তারিন, মাজনুন মিজান, নির্মাতা মুস্তফা কামাল রাজসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য শহিদুল আলম সাচ্চু, রোকেয়া প্রাচী, বাঁধনও ছিলেন।

চিত্রনায়ক ইমন বলেন, সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলাম। আটটা পর্যন্ত ছিলাম। নৈশভোজও সেখানে করেছি। আরও অনেক শিল্পী ছিলেন।

তিনি বলেন, বিশেষ কোনো কারণ ছিল না। নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় পাওয়ার ফলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিল। এছাড়া কুশল বিনিময় হয়েছে। নির্বাচনের আগে নৌকায় ভোট চাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটেছি। এজন্য আমাদের কয়েকজনকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অভিনেত্রী তারিন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘অভিনন্দন জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা..’ ধন্যবাদ আপনাকে আপনার বলিষ্ঠ অগ্রযাত্রায়। ১৬ কোটি মানুষের আস্থা ও ভরসার জায়গা আপনি ..এই বিজয়ে আপনাকে শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন, দীর্ঘ দিন বেঁচে থাকুন আমাদের মাঝে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু , জয়তু শেখ হাসিনা।’

খোঁজ নিয়ে জানা গেছে, শোবিজের তারকা ছাড়াও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন রিপোর্টাস ফোরাম, কৃষক লীগ, ছাত্রলীগের উচ্চ পর্যায়ের নেতারা।

কালের আলো/এএ/এমএইচএ