রূপসায় মতবিনিময় সভা জনসভায় রূপান্তর, নৌকাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয়
প্রকাশিতঃ 9:47 pm | June 12, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
তৃণমূলে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে মনোযোগ দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সামনে কোন অপশক্তি টিকতে পারবে না এমন মত দিয়ে ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার তৈরি করতে তিনি গ্রহণ করেছেন বিশেষ পরিকল্পনা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তাঁর সম্মুখে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির বিভিন্ন দায়িত্বশীল নেতারা।
রোববার (১১ জুন) বিকেলে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাধারণ মানুষের দুয়ারে গিয়ে উন্নয়নের বার্তা প্রচার করে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
এই মতবিনিময় সভা রীতিমতো নির্বাচনী জনসভায় রূপ নেয়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ে। এ সময় দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নামে স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা। তাদের স্বত:স্ফর্ত উপস্থিতি প্রমাণ করেছে সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রেখে পুনরায় তারা আওয়ামী লীগকে ক্ষমতা দেখতে চায়।

‘নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নতি হয়। সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যায়’ বলে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিশ্বের বুকে দেশের মর্যাদা বাড়ে। জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় আসা মানেই দেশের অর্থ লুটপাট করে নিজেদের ভোগ বিলাসের ব্যবস্থা করে।’
টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর শেখের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজলের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ ফ,ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফ,ম আলাউদ্দীন মাহমুদ, আরিফুর রহমান মোল্যা, সৈয়দ মোরশেদুল আলম বাবু প্রমুখ।

কালের আলো/এমএএএমকে