ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ১৭ জন ঢামেকে
প্রকাশিতঃ 10:45 am | April 15, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
আহতদের মধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের কর্মী ও পাঁচজন দোকান কর্মচানী। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সঙ্গে সেনা, র্যাব, বিজিবি, নৌ ও বিমানবাহিনী যোগ দিয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কালের আলো/এমএইচ/এসবি