‘দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না’

প্রকাশিতঃ 2:10 pm | December 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না বলে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার- ২০১৮ ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণা করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

একদলীয় শাসনের যেন পুনর্জন্ম না হয় তা নিশ্চিত করা, নাগরিকদের জীবনের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম পুরোপুরি বন্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলমান রাখা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা এবং একটানা পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না উল্লেখ করে ১৪ প্রতিশ্রুতির কথা বলেন গণফোরামের সভাপতি।

প্রতিশ্রুতিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে। পুলিশ এবং সামরিক বাহিনী ব্যতীত সরকারি চাকরিতে প্রবেশের জন্য কোনো বয়স সীমা থাকবে না।

কালের আলো/এএ/এমএইচএ