আ’লীগের নির্বাচনী ইশতেহার ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রকাশ হয়েছে
প্রকাশিতঃ 5:07 pm | December 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রকাশ হয়েছে। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামের ওই ইশতেহার ১৮ ডিসেম্বর মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে দলটি।
ইতিমধ্যে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের দাওয়াতনামা পাঠিয়ে দিচ্ছে।
দলটির সাধারণ সম্পাদক স্বাক্ষরিক দাওয়াত নামায় উল্লেখ আছে, বাংলাদেশ আওয়ামী লীগ বিগত ১০ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামীতে দেশকে সমৃদ্ধির পথে নিতে প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্যে ১৮ ডিসেম্বর সকাল ১০টায় হোটেল সোনারগাঁও এ বাংলাদেশ আওয়ামী লীগের ‘নির্বাচনী ইশতেহার-২০১৮ ’ ঘোষণা করা হবে।
ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কালের আলো/পিএ/এমএইচএ