দেশের অ্যাথলেটিকসের নতুন রাজপুত্র ইমরানুর পেলেন সেনাবাহিনী প্রধানের সম্মাননা পুরস্কার
প্রকাশিতঃ 9:40 pm | February 27, 2023

জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
ফুটবলের পূণ্যভূমি ইংল্যান্ডে তাঁর জন্ম। স্বপ্ন বুনেছিলেন ডেভিড বেকহাম বা রুনির মতো তারকা ফুটবলার হওয়ার। কিন্তু হঠাৎ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের প্রতি ভালোলাগা থেকে শুরু ভালোবাসার। দূর দেশে জন্ম হলেও শেকড় বাংলার মাটিতে। বাংলাদেশের ঘরোয়া অ্যাথলেটিকসে গড়েছেন অনেক রেকর্ড। তবে সব ছাপিয়ে দ্রুততম এই মানব এবার পৌঁছে গেছেন স্বর্গীয় এক উচ্চতায়।
২৯ বছর বয়সী স্প্রিন্টার ইমরানুর রহমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে জিতেছেন স্বর্ণপদক। স্বাধীনতা-পরবর্তী সময়ে কোন পদক না জেতা এই ডিসিপ্লিনে রীতিমতো সাফল্য এনে দিয়েছেন তিনি। দেশের অ্যাথলেটিকসে সুবাতাস বইয়ে দেওয়া ইমরানুর বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিয়মিত চুক্তিভিত্তিক অ্যাথলেট। বিগত এক বছরেরও বেশি সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অভূতপূর্ব সাফল্য অর্জনের মাধ্যমে উজ্জ্বল করেছেন দেশের ভাবমূর্তি।
দেশের অ্যাথলেটিকসের নতুন এই রাজপুত্রকে গত রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস’র চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১১ লক্ষ টাকার চেক সম্মাননা পুরস্কার হিসেবে প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনী প্রধানের এই পুরস্কার ইমরানুর মতো বীর অ্যাথলেটদের উৎসাহ ও উদীয়মান অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে।
জানা যায়, কাজাকিস্তানে দশম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী ইমরানুর রহমান দেশে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানায় বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিয়মিত চুক্তিভিত্তিক এই অ্যাথলেট গত বছরের ২৩ আগস্ট ১৬ তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। একই বছরের ২৩ ডিসেম্বর তিনি ৪৬ তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিকস দলের হয়ে অংশগ্রহণ করেন এবং ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সূত্র জানায়, দেশের যুব ক্রীড়াবিদদের মেগা ইভেন্ট হিসেবে পরিচিত শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস’র চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে মশাল প্রজ্বলনের গুরুদায়িত্ব দিয়ে বিরল এক সম্মান দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তাকে ঘিরে ২০২৪ প্যারিস অলিম্পিকস’র পরিকল্পনাও করছে বিওএ। ইমরানুর যাতে পুরোপুরি অনুশীলনে মনোযোগ দিতে পারে সেজন্য তাকে সব রকমের সহযোগিতাও দিচ্ছেন তাঁরা।
কালের আলো/এমএএএমকে