আইজিপি’র সাথে পুনাক নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রকাশিতঃ 4:42 pm | November 14, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পুনাকের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিপিএম (বার), পিপিএম সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর নেতৃত্বে পুনাক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (১৪ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় পুনাক নেতৃবৃন্দ আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আইজিপিও পুনাক সভানেত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সাক্ষাতকালে পুনাক সভানেত্রী পুনাকের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে আইজিপিকে অবহিত করেন। তিনি সংগঠনটিকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে আইজিপির সহযোগিতা কামনা করেন।
এ সময় আইজিপি বলেন, পুনাক পুলিশ পরিবারের নারীদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। দিন দিন প্রতিষ্ঠানটির কার্যক্রম ও কলেবর বাড়ছে। তিনি পুনাকের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/বিএএ/এমএম