ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইইডির নবনিযুক্ত প্রধান প্রকৌশলী
প্রকাশিতঃ 8:03 pm | October 19, 2022

কালের আলো প্রতিবেদক:
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নব নিযুক্ত প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অধিদপ্তরের সিলেট অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৯ অক্টোবর) অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মেনহাজুল হকের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা এ শুভেচ্ছা জানান।
এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার ও সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী মো. নজরুল হাকিম, সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম, মো. উজ্জ্বল বখত ও মো. আবু বকর ছিদ্দীক এবং উপ-সহকারী প্রকৌশলী, কানাইঘাট মো হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম