জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎহীন দেশের অনেক এলাকা

প্রকাশিতঃ 5:15 pm | October 04, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছে। ফলে, বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এজন্য দেশের অধিকাংশ স্থান হয়ে পড়েছে বিদ্যুৎহীন।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরের দিকে দেশের অধিকাংশ অঞ্চলে এ বিদ্যুৎ বিপর্যয় ঘটে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সঞ্চালন বিভাগের একজন প্রকৌশলী বলেন, ‘আমরাও আসলে এখনো বুঝতে পারিনি সমস্যাটা ঠিক কোথায় হয়েছে। তবে রিস্টোলেশনের কাজ শুরু হয়েছে। আশা করি, দ্রুত সমাধান হয়ে যাবে।’

বিকেল সোয়া ৩টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তা বলেন, সঞ্চালন লাইনে ঝামেলা হওয়ায় এমনটি হয়েছে বলে আমাদের জানানো হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইন্টেন্যান্স) মো. মাসুম আলম বকসী গণমাধ্যমকে বলেন, ‘ আমরা এখনও জানি না, কী হয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা করছি। শুধু একুটু বলতে পারি যে, দেশের বিভিন্ন এলাকায় এ মুহূর্তে বিদ্যুৎ নেই।’

কালের আলো/বিএসবি/এমএম