তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ 1:19 pm | September 24, 2022

কালের আলো প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় বসতঘর থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার পুরাতন বাজারপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বৃদ্ধ দম্পতি হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শুক্রবার থেকে নিহত দম্পতির জামাই অহিদুলসহ পরিবারের সদস্যরা তাদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। পরে আমাদের জানালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তালা ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে। গোসলখানা থেকে বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের মধ্যে থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে বলে মনে হচ্ছে। বিস্তারিত জানতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

কালের আলো/এসবি/এমএম