সাকিবের সিপিএল শুরু ‘গোল্ডেন ডাক’ দিয়ে
প্রকাশিতঃ 2:02 pm | September 22, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব আল হাসান। সিপিএলের শুরুটা মোটেও ভালো হলো না তার। প্রথম ম্যাচে নেমে প্রথম বলেই আউট সাকিব। বল হাতেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে শেষ হওয়া সিপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও জ্যামাইকা তালাওয়াস। টসে হেরে আগে ব্যাট করে গায়ানা। সাকিব নামেন চারে। কিন্তু প্রথম বলেই আউট হন তিনি। পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিমের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। চারে ব্যাটিং করা সাকিব আউট হন প্রথম বলেই। তবে সাকিব ভালো না করলেও জিতেছে তার দল গায়ানা।
ম্যাচে গায়ানা ১২ রানে হারায় সাকিবের পুরোনো দল জ্যামাইকা তালাওয়াহসকে। এবারের আসরে ধুঁকতে থাকা গায়ানার সপ্তম ম্যাচে এটি দ্বিতীয় জয়। শুরুতে ব্যাট করে গায়ানা তোলে ১৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে জ্যামাইকা অলআউট হয় ১৬৬ রানে।
কালের আলো/এমএইচ/আরজে