প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি শাহ রেজওয়ান

প্রকাশিতঃ 5:21 pm | August 30, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতকে প্রাথমিক শিক্ষা অধিদফরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে গত ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ ও মো. মুহিবুর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়।

উপানুষ্ঠানি শিক্ষা ব্যুরোতে নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফ।

স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব রাশেদা আখতার নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।

কালের আলো/ডিএস/এমএম