ঢাকা টেস্টে মুশফিককে নিয়ে শঙ্কা!

প্রকাশিতঃ 1:26 pm | November 28, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে দুঃসংবাদ শোনা যাচ্ছে।

বুধবার(২৮ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলন করার সময় চোট পেয়েছেন তিনি। আর এ কারণে ঢাকা টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ।

তার চোটের বিষয়ে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, মুশফিকুর রহিমের না খেলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি সামান্য চোট পেয়েছেন।

এর আগে, কাঁধের ইনজুরিতে বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস বাদ পড়ায় দলে স্কোয়াড সংখ্যা হয়েছে ১৩ জনের।মুশফিকুর রহিম যদি এখন খেলতে না পারেন, তা হলে এ সংখ্যা দাঁড়াবে ১২ জনে। সে ক্ষেত্রে জরুরি ভিত্তিতে তার পরিবর্তিত খেলোয়াড় নিতে হবে নির্বাচকদের।

কালের আলো/এমএইচএ