সেনাপ্রধানের ঈদ উপহার পেলো পাঁচ শতাধিক দুঃস্থ পরিবার

প্রকাশিতঃ 2:42 pm | July 09, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের আশে-পাশের দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (০৯ জুলাই) ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, মানিকদী প্রাঙ্গণে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের পক্ষে ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ উপস্থিত দুঃস্থ ও দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় সামরিক ও অসামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/বিএসবি/এমএ