পাকিস্তান ও ভারতের ক্রিকেটাররা পরস্পরের বিরুদ্ধে খেলতে চায়: রিজওয়ান
প্রকাশিতঃ 9:11 pm | June 04, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ভারত ও পাকিস্তান ২০১২ সালের ডিসেম্বরে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলে। এরপর থেকেই লম্বা সময় ধরে আইসিসি ও এসিসির ইভেন্ট ব্যতীত এই দুই দলকে মুখোমুখি হতে দেখা যায় না। তবে দু’দেশের ক্রিকেটাররা একে-অপরের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে বলে মনে করেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ভারত-পাকিস্তান দ্বৈরথ সম্পর্কে রিজওয়ান বলেন, ‘দুই দেশের ক্রিকেটাররাই খেলতে চায়, তবে রাষ্ট্রীয় বিষয়গুলো তো খেলোয়াড়দের নিয়ন্ত্রণে নেই।’
সম্প্রতি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার সঙ্গে একই দলে খেলেছেন রিজওয়ান। সাসেক্সের হয়ে সেখানে আলো ছড়িয়েছেন দুজনেই। ভারতীয় সতীর্থ পুজারাকে প্রশংসায় ভাসিয়েছেন রিজওয়ান, ‘পুজারার সঙ্গে প্রায়ই ক্রিকেট নিয়ে কথা হত, ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। খেলোয়াড় হিসেবে আমরা সবাই একইরকম, আমরা একটা ক্রিকেটীয় পরিবার। পুজারা অসাধারণ মানুষ।’
২০১২ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে ভারতে ২ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে খেলেছিল পাকিস্তান। আর সাদা পোশাকে তো সবশেষ একে অপরের মুখোমুখি হয়েছিল আরও আগে, ২০০৭-০৮ মৌসুমে। এরপর বেশ কয়েকবার দ্বিপক্ষীয় সিরিজের উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে দুই দেশের মধ্যকার নিত্যনতুন রাজনৈতিক সংকটে সেসব প্রচেষ্টার কোনোটাই আলোর মুখ দেখেনি।
কালের আলো/এমএইচ/এসবি